We’ve updated our Terms of Use to reflect our new entity name and address. You can review the changes here.
We’ve updated our Terms of Use. You can review the changes here.

Jiboner Srote ( জ​ী​ব​ন​ে​র স​্​র​ো​ত​ে )

by Moruvumi Band

/
  • Streaming + Download

    Includes high-quality download in MP3, FLAC and more. Paying supporters also get unlimited streaming via the free Bandcamp app.
    Purchasable with gift card

      name your price

     

1.
গানের নাম ঃ জীবনের স্রোতে জীবনের স্রোতে ছুটে চলেছি আমি ডানা মেলা পাখির মতন উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে আরও চাই তোমার স্পর্শ ।। তুমি আসবে কাছে আমার তুমি থাকবে পাশে আমার ।। মনেরই অজান্তে ছিলে তুমি আমার মনের আঙ্গিনায় শয়নে স্বপনে ছিলে তুমি এ মন তোমায় চায় নিঝুম রাতে ওই দূর আকাশে তারা গুলো যেমন জেগে রয় সেই সুরে তেমনি তুমি জেগে আছো মনে হয় । তুমি আছো কি পাশে আমার তুমি ভাব কি আজও আমায় ।।
2.
শূন্যতার ভেতরে আমি খুঁজি আমার হারিয়ে যাওয়া সময়কে স্মৃতি ছাড়া নেই কিছু আমার হয়তো সবই পেরেছ ভুলতে তুমি তবে কেন পারিনি ভুলতে আমি ।। ওহো আকাশের ওপারে আকাশে যেখানে স্বপ্ন হাসে সেখানে আমি থাকি দাঁড়িয়ে ।। আজ আমি একা তবু নেই তোমার দেখা তোমারই আশায় বসে তবু জানি তুমি আসবেনা ফিরে জীবনে তোমারই আশায় বসে ! রাত প্রহর শেষে শূন্য এ মন শূন্য ঘরে হারিয়ে যাই স্মৃতির ভিরে একাকী ভোরে ঘুম ভাঙ্গা চোখে খুঁজে যাই তোমাকে ।। তবে কেন পারিনি ভুলতে আমি আজও কেন পারিনি ভুলতে আমি ।
3.
তোমাকে খুঁজে পাই তোমাকে খুঁজে পাই অজানায় ।। তোমাকে খুঁজে যাই তোমাকে খুঁজে পাই অজানায় ।। তোমাকে মনে পড়ে যায় তোমাকে মনে পড়ে যায় অবেলায় ।। অজানা কোন ভুল পথে হারিয়ে যাওয়া কোন অচিনপুরে ।। অজানায় ।।
4.
এই মেঠো পথে হেঁটেছি তাই তোমায় ছাড়া শূন্য মনে আমি যেতে চাই তোমার মনে রংধনুর ঐ সাত রং নিয়ে ।। তুমি কি জানতে চাও আমার এ মন আমায় তুমি কি শুনতে পাও আমার এ আহবান ।। এই বর্ষা দিনে ভিজেছি তাই তোমায় ছাড়া শূন্য পথে আমি যেতে তোমার মনে বর্ষারই ঐ বর্ষণ হয়ে ।। তুমি কি জানতে চাও আমার এ মন আমায় তুমি কি শুনতে পাও আমার এ আহবান ।।
5.
আড়ালে ঘুমিয়ে জেগে দেখি সব মিথ্যে চোখ ।। সত্যের আড়ালে মিথ্যের বসবাস মিথ্যের আড়ালে সত্য নির্বোধ । ক্লান্ত চোখ তাকিয়ে শূন্যতায় আলোর আশা বৃথা হায় আড়ালে হারিয়ে তোমার সত্তা আর্তনাদ বিষাদ আর হাহাকার আমাদের সমাজে কত মিথ্যাচার কালো মুখোশের ছায়ায় ।।।।
6.
এখন ভোর , ঝাপসা ডুবে গেছে আবছা আলো । মনে পড়ে , ছোটবেলায় ভোরে ঘুমিয়ে থাকা মায়ের কোলে কত সুখের স্মৃতি । মনে পড়ে যায় আমার অন্ধকারে হাঁটা আমার মন উড়ে যায় ছোটবেলায় । মন অজানা স্মৃতির এক ফালি মেঘ আর ধোঁয়াটে সুখের কথোপকথন অস্থির মন । আজ ব্যস্ত জীবন , ব্যস্ত এ মন অলীক সুখের হাতছানি ... খুঁজে যাই খুঁজে বেড়াই আমার আমিকে অনেক চাওয়ার ভিরেও খুঁজে যাই খুঁজে বেড়াই আমার আমিকে অনেক পাওয়ার ভিড়েও ।
7.
আঁধারেতে ঘেরা অভিশপ্ত সময় বাড়ছে হাহাকার অশান্ত আকাশ নিরবতায় মুখরিত সমাজ আজ ফিরে চাও মানবতা ।।        আজ এ সময় তাকিয়ে থাকে এ অসহায় শাসনের দৃঢ় বেড়াজালে মাথা ঠুকে শুধু কেঁদে যায় ।। আলো জ্বালো শোন এ বার্তা ।। আজ ফিরে চাও মানবতা  ।। জাগো হে বিশ্ব মানব চেয়ে দেখ এ অবিচার সত্য ন্যায়ের পথে দৃপ্ত শ্লোগান মুছে দাও কর প্রতিকার । আলো জ্বালো শোন এ বার্তা ।। আজ ফিরে চাও মানবতা ।।
8.
নিজেকে বড় অসহায় মনে হয় কেন জানিনা জীবন থেমে রয় ।। আমার এ জীবন স্রোত চলছে যেমন চলছে আবার তা থামবে কখন জীবন গতিময় গাইছে গান নেই কোন পিছুটান । অন্ধ ঘরে আমি একা নিষ্ঠুর প্রাণে যে কি ব্যাথা ।। এই কঠোর প্রহরেও যেন বইছে ঝড়ো হাওয়া কেউ নেই আমার এ জীবনে শূন্য এ জীবন যেন বিষাদ সিন্ধু এক আজ কেউ নেই পাশে আমার ....................................
9.
তোরে মন দিয়া ,মন দিয়া আগুন জ্বালাই যে মনে মনের আগুন মনেই জ্বলেরে । বাড়ির ধারে সবুজ মাঠে দুঃখ বিলাই পথে পথে ।। তোর সুবাস মাখা ঘাসে অঙ্গ বোলাই যে মনে মনের আগুন মনেই জ্বলেরে প্রহর গুনি তোর আশাতে আসবি তুই আমার বুকে তুই কি আর আসবি নারে শূন্য হৃদয়ে মনে মনের আগুন মনেই জ্বলেরে ।

credits

released June 21, 2013

license

all rights reserved

tags

about

Moruvumi Band Bangladesh

মরুভূমি ব্যান্ড এই পর্যন্ত যা করেছে , করছে তা একদল ভালমানুষ , কাছের মানুষের সহায়তায় । এই কাছের মানুশগুলোর দেওয়া আর্থিক ও মানসিক সহায়তা আর পরিশ্রম এর ফসল আমাদের এ প্রথম অ্যালবাম " জীবনের স্রোতে " কিন্তু আমরা কখনই কষ্টের বিপরিতে আপনাদের সমবেদনা স্বরূপ অ্যালবাম ক্রয় করার আনুনয় করছিনা।শুধু বলতে চাইআমাদের গান কোন ভাবে শুনে আমাদের ভালো লাগলে(at present or in Future)আমাদের অ্যালবামটি কেনাটা আপনার কর্তব্য ... more

contact / help

Contact Moruvumi Band

Streaming and
Download help

Report this album or account

If you like Moruvumi Band, you may also like: